(শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ,জেনে ও বুঝে বিনিয়োগ করুন। এই
এনালাইসিস কোন বাই-সেল নির্দেশ করে না।)
লেখাটি Shafaath Al Easin Murtaza ভাই এর।
লেখাটি Shafaath Al Easin Murtaza ভাই এর।
কোম্পানির অতীত ইতিহাস:
জনাব হামিদুর রহমান সিনহা
প্রোপাইটরশিপ বিজনেস হিসেবে দ্যা একমি ল্যাবরেটরিজ শুরু করেন ১৯৫৪ সালে। মাত্র
৬০০০ টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্যা একমি
ল্যাবরেটরিজ লিমিটেড গঠিত হয় ১৯৭৬ সালে।১৯৯৫ সালে প্রথম এক্সপোর্ট করে ভুটানে।বয়স
৫০ বছর পার হয়েছে ২০০৫ সালে।পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু হয় ২০১১
সালে । ২০১৩ সালে ক্যাপিটাল রেইজিং এর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে
২৩.২০% শেয়ার বিক্রি করে প্রায় ২০৬ কোটি টাকা সংগ্রহ করেছিল। স্টক ট্রেডিং শুরু ৭
জুন ২০১৬ তে। বুক বিল্ডিং মেথডে ১০ টাকা পেস ভ্যালুর শেয়ার ৬৭ টাকা প্রিমিয়াম সহ
৭৭ টাকা নিয়ে লিস্টেড হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে নিয়েছিল পার শেয়ার ৮৫
টাকা করে। বর্তমানে অথোরাইজড ক্যাপিটাল ৫০০ কোটি টাকা।১৯৭৬ সালে মাত্র ৬০০০ টাকা
পেইড আপ ক্যাপিটাল এখন দাঁড়িয়েছে ২১১কোটি ছয় লাখ+ টাকা।
বর্তমানে এর সঙ্গে কারা জড়িত?
জনাব আফজালুর রহমান সিনহা
-বর্তমান চেয়ারম্যান। ( ১৯৭৩ সালে ঢাকা ইউনি থেকে সাইন্সে পাশ করা, বিজনেস পড়েছেন আমেরিকায়)
জনাব মিজানুর রহমান সিনহা –বর্তমান ম্যানেজিং ডিরেক্টর (ঢাকা
ইউনি থেকে কমার্সে পাশ করা, সাবেক
মন্ত্রী)
ডক্টর জাবিলুর রহমান সিনহা – ডিরেক্টর ( এই লোকের আমেরিকান
পিএইচডি আছে ক্যামেস্ট্রিতে, ঢাকা
ইউনি থেকে সাইন্সে পাশ করা)
মিসেস জাহানারা মিজান সিনহা -
ডিরেক্টর ( ইনি মিজানুর রহমান সিনহার ওয়াইফ, আরো
কয়টা কোম্পানির ম্যানেজমেন্টে আছেন)
মিসেস নাজিনা আপজাল সিনহা - ডিরেক্টর
( ওনার ব্যাপারে ডিটেইলস তথ্য জানা নাই)
মিসেস ফৌজিয়া হক – ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ( এই মহিলা চার্টার্ড একাউন্ট্যান্ট)
মিসেস ফৌজিয়া হক – ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ( এই মহিলা চার্টার্ড একাউন্ট্যান্ট)
জনাব সাইয়েদ সাহেদ রেজা – ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ((ঢাকা
ইউনি থেকে আর্টসে পাশ করা, সাবেক
রাষ্ট্রদূত)
জনাব কাজী সানাউল হক - নমিনি ডিরেক্টর, আইসিবি
জনাব নাসির উর রহমান সিনহা – স্পন্সর ডিরেক্টর
মিসেস পারভীন আক্তার নাসির – – স্পন্সর ডিরেক্টর
মিসেস খুরশিদ জাহান দাবীর– – স্পন্সর ডিরেক্টর
(বাকিদের ডিটেইলস দিতে গেলে হয়রান
হয়ে যাবো,
রেস্ট নিচ্ছি এখন।লেখা
বড় আছে,
আপনারাও আস্তে ধীরে
রেস্ট নিয়ে পড়ুন।)
কোম্পানি কী ধরনের পণ্য উৎপাদন করে?
ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস
উৎপাদন,বিপণন ও বিতরণ করে। হার্বাল, আয়ুর্বেদিক, ভেটেরিনারি সেকশন ও আছে।
উৎপাদিত পণ্যের বাজার
চাহিদা কেমন?
মেডিসিনের চাহিদা কমে যাক এটাই চাওয়া।
মেডিসিনের চাহিদা কমে যাক এটাই চাওয়া।
একমির শেয়ারের দাম কেমন?
দশ টাকা পেস ভ্যালুর শেয়ারটি
ইতিহাসে সর্বোচ্চ ১২৩ টাকা থেকে সর্বনিম্ন ৯৭ টাকার মধ্যে উঠানামা করেছে। বিগত ১
বছরে সর্বোচ্চ ১২২.৪০ টাকা থেকে সর্বনিম্ন ১০৭.৮০ টাকার মধ্যে উঠানামা করেছে।আজ
১২ই মার্চ ২০১৮ তে দাম ১০৭.৮ টাকা। সেই হিসেবে এটি তার ইয়ারলি লো রেটেই আছে।
আইপিওর ৪৩১.২৮ কোটি টাকা দিয়ে
কোম্পানি কি করছে?
৪৩১.২৮ কোটি টাকার
১৩৫.৮০ কোটি (৩১.৪৯%) স্টেরয়ড & হরমোন প্রজেক্টে।
১৩৫.৮০ কোটি (৩১.৪৯%) স্টেরয়ড & হরমোন প্রজেক্টে।
১১৪.১০ কোটি ( ২৬.৪৬%) অনকোলজি
প্রজেক্টে
১৭৪.৫৫ কোটি ( ৪০.৪৭%) মর্ডান
হার্বাল প্রজেক্টে
৬.৮৩ কোটি (১.৫৮%) আইপিও
এক্সপেন্স।
(প্রজেক্ট গুলোর অগ্রগতি খারাপ
না।)
জুন ২০১৭ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশনঃ
স্পনসর/ডিরেক্টরঃ
৩৯.৯৫ %
ইনস্টিটিউটঃ ২৫.৫৫%
ফরেনঃ২.৯৭%
গভঃ ০%
পাবলিকঃ ৩১.৫৩%
ইনস্টিটিউটঃ ২৫.৫৫%
ফরেনঃ২.৯৭%
গভঃ ০%
পাবলিকঃ ৩১.৫৩%
১২ই মার্চ ২০১৮ অনুসারে
শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টরঃ ৪০.১১%
ইনস্টিটিউটঃ ২৭.৮৭%
ফরেনঃ ৩.৬৬%
গভঃ ০%
পাবলিকঃ ২৮.৩৬%
স্পনসর/ডিরেক্টরঃ ৪০.১১%
ইনস্টিটিউটঃ ২৭.৮৭%
ফরেনঃ ৩.৬৬%
গভঃ ০%
পাবলিকঃ ২৮.৩৬%
( পাবলিক হোল্ডিং ধারাবাহিকভাবে
কমছে।)
শেয়ারপ্রতি আয় কেমন?
ইপিএস ( আর্নিং পার শেয়ার)
২০১২-১৩
সালে ৪.১৯ টাকা
২০১৩-১৪ সালে ৫.৬৫ টাকা
২০১৪-১৫ সালে ৫.৭০ টাকা
২০১৫-১৬ সালে ৬.৫৫ টাকা
২০১৬-১৭ সালে ৬.৬১ টাকা
২০১৩-১৪ সালে ৫.৬৫ টাকা
২০১৪-১৫ সালে ৫.৭০ টাকা
২০১৫-১৬ সালে ৬.৫৫ টাকা
২০১৬-১৭ সালে ৬.৬১ টাকা
(আয়
ধারাবাহিকভাবে বাড়ছে।)
শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য কত?
এনএভি
( নেট এসেট ভ্যালু)
২০১২-১৩ সালে ৬১.১৫ টাকা
২০১৩-১৪ সালে ৬৬.১৬ টাকা
২০১৪-১৫ সালে ৭০.৩৭ টাকা
২০১৫-১৬ সালে ৭৭.৩৪ টাকা
২০১৬-২০১৭ সালে ৮০.১৩ টাকা
২০১২-১৩ সালে ৬১.১৫ টাকা
২০১৩-১৪ সালে ৬৬.১৬ টাকা
২০১৪-১৫ সালে ৭০.৩৭ টাকা
২০১৫-১৬ সালে ৭৭.৩৪ টাকা
২০১৬-২০১৭ সালে ৮০.১৩ টাকা
(এনএভি
ধারাবাহিকভাবে বাড়ছে।)
পিই
রেশিয়ো কেমন?
ফার্মা সেক্টরে ২য়।
ফার্মা সেক্টরে ২য়।
অডিটর
কে?
পিনাকী & কোম্পানি।
পিনাকী & কোম্পানি।
ইস্যু
ম্যানেজার কে ছিল?
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
পরিচালকদের ব্যবসায়িক সততা
ও দক্ষতা কেমন?
বনেদী বিজনেসম্যান হিসেবে পরিচিত।এই কোম্পানির মালিকরা "মামু''দেরকে পাত্তা দেয়না তেমন।গাম্বলার পার্টি গেমের চান্স পায়নি আজতক।
বনেদী বিজনেসম্যান হিসেবে পরিচিত।এই কোম্পানির মালিকরা "মামু''দেরকে পাত্তা দেয়না তেমন।গাম্বলার পার্টি গেমের চান্স পায়নি আজতক।
পরিচালকদের আইডিওলজি/ রাজনৈতিক
পরিচয় কি?
বিএনপিপন্থি। বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান সিনহা ১৯৯৬ থেকে দুইবার বিএনপির সাংসদ সদস্য ছিলেন। চার দলীয় জোট সরকারের হেলথ & ফ্যামিলি ওয়েলফেয়ার প্রতিমন্ত্রী ছিলেন।
বিএনপিপন্থি। বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর মিজানুর রহমান সিনহা ১৯৯৬ থেকে দুইবার বিএনপির সাংসদ সদস্য ছিলেন। চার দলীয় জোট সরকারের হেলথ & ফ্যামিলি ওয়েলফেয়ার প্রতিমন্ত্রী ছিলেন।
বছর শেষে তারা কেমন লভ্যাংশ দেয়?
লভ্যাংশ দেওয়ার অতীত রেকর্ড বেশী
ভাল বলা যাবে না।গত দুই বছর ৩৫% করে ক্যাশ লভ্যাংশ দিয়েছে।৬ টাকা ইপিএসের বিপরীতে
৩.৫ টাকা সন্তোষজনক না। ডিভিডেন্ড পলিসি আরো ভাল হওয়া উচিত। সামনে ক্যাশের সাথে
বোনাস লভ্যাংশ দেওয়ার সম্ভাবনা প্রবল।
মন্তব্যঃ নিঃসন্দেহে ভাল শেয়ার। ফান্ডামেন্টালি
অনেক স্ট্রং এবং ম্যানেজমেন্ট অনেস্ট। অনেকে এটাকে বাজারের অন্যতম খোঁড়া শেয়ার
বলেন।দাম খুব বেশী উঠানামা করে না।তবে লং টার্মে বিনিয়োগের জন্য অসাধারণ।
( Do not take
life too seriously.You will never get out of it alive.)
No comments:
Post a Comment