সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য
কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন
শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি
নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা
আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।
Square Pharma |
স্কয়ার
ফার্মা লিমিটেডঃ শেয়ারটি বিগত ১ বছরে সর্বোচ্চ ৩৩৫ টাকা থেকে সর্বনিম্ন ২৬৯.৫০ টাকার মধ্যে উঠানামা করছে। ১৯৯৫ সালে স্কয়ার ফার্মা লিমিটেড ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত
হয়। এর অথোরাইজড ক্যাপিটাল ১০০০ কোটি টাকা
এবং পেইড আপ ক্যাপিটাল ৭৩৭.৩৯ কোটি টাকা।
০৮/০৩/২০১৮ তারিখের দর ৩১৬.১০ টাকা অনুসারে এর বাজার মূলধন ২৩৩০৯ কোটি টাকা।
গত এক বছরের চার্ট |
ডিভিডেন্ড প্রদানে কোম্পানিটি আমাদের বাজারের সেরা।
বরাবর এটি ক্যাশ ও স্টক ডিভিডেন্ড এর সংমিশ্রণে যুক্তিসঙ্গত ডিভিডেন্ড প্রদানের
মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সচেষ্ট আছে। ডিএসই ওয়েবসাইট অনুসারে
কোম্পানিটির সর্বশেষ ৩ বছরের ডিভিডেন্ডঃ
সন
|
ক্যাশ ডিভিডেন্ড
|
স্টক ডিভিডেন্ড
|
২০১৫
|
৩০%
|
১২.৫০%
|
২০১৬
|
৪০%
|
১০%
|
২০১৭
|
৩৫%
|
৭.৫%
|
উল্লেখ্য, এটির ডিভিডেন্ড গ্রহণ করে কেউ
কখনও ঠকে না বলেই আমার ধারণা।
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
Ø Mr.
Samuel S Chowdhury - Chairman
Ø Mrs.
Ratna Patra - Vice Chairman
Ø
Mr. Tapan Chowdhury - Managing
Director
Ø
Mr. Anjan Chowdhury - Director
Ø
Mr. Kazi Iqbal Harun - Director
Ø
Mr. M. Sekander Ali - Independent
Director
Ø
Mrs. Nihad Kabir - Independent
Director
জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
|
গভ
|
ইনস্টিটিউট
|
ফরেন
|
পাবলিক
|
৩৪.৪৩
|
০
|
৯.৮৫
|
২০.২১
|
৩৫.৫১
|
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৬৫.৫৭%, যার বাজার মূল্য প্রায় ১৫২৮৪ কোটি টাকা (৮/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ৩১৬
টাকা অনুসারে)।
পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ১৯.৮৮। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৭১.৪৭ টাকা।
কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
স্কয়ার সেন্টার
৪৮, মহাখালি সি/এ
ঢাকা ১২১২
ফোনঃ +88-02-9859007,
+88-02-8833047-56
ফ্যাক্স
+88-02-8834941, +88-02-8828768
No comments:
Post a Comment