Saturday, April 7, 2018

ACI Limited - ACI

এসিআই লিমিটেডঃ এসিআই নামে পরিচিত এ ক্যাটগরি ও জুন ক্লোজিং এই শেয়ারটি মূলত ১৮টির কাছাকাছি ছোট ছোট কোম্পানির সম্মিলন। বাজারের লো-পেইড আপ কোম্পানিগুলোর মধ্যে এটি অন্যতম শক্তিশালী কোম্পানি বলে আমার মনে হয়। যদিও গত দুই কোয়াটারে এর ইপিএস আশানুরূপ হয় নাই, তবে এমনও হতে পারে পরবর্তী কোয়াটারেই এটি তার স্বাভাবিক ইপিএস অর্জন করে ফেলবে হয়তো। এটি ১৯৭৬ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। ঔষধ ও রসায়ন খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।




ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (০৫/০৪/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
৬৩৮.৪০
৩৮২

মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
৫০
৪৮.২০
১৯৬০.২৯
১২৮৭.৯১ (৬৫.৭০%)
৪.৮২০
৯৫৯.০৯
(০৫/০৪/২০১৮ তারিখের দর ৪০৬.৭০ টাকা অনুসারে। )

ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১২
২০
২০১৩
২০
২০১৪
১৫
২০১৬
১১৫
১০
২০১৭
১১৫
১০
রাইট শেয়ার ইস্যুঃ ১:১ (১৯৯৭)
 
গত ৬ মাসের চার্ট 
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
নাম
অবস্থান
জনাব এম আনিস উদ দৌলা
চেয়ারম্যান
জনাব ওয়ালিউর রহমান ভূঁইয়া
পরিচালক
জনাব গোলাম মইনুদ্দিন
পরিচালক
জনাব নাজমা দৌলা
পরিচালক
জনাব আরিফ দৌলা
ব্যবস্থাপনা পরিচালক
জনাব আব্দুল মুয়িদ চৌধুরী
স্বতন্ত্র পরিচালক
জনাব কাজী সানাউল হক
পরিচালক
জনাব সুস্মিতা আনিস
পরিচালক
জনাব সীমা আবেদ রহমান
পরিচালক

ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন
পাবলিক
৪৪.৩০
২৮.৭৯
২৬.৯১
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৬৫.৭০%

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য
স্বল্পমেয়াদী ঋণ (কোটি টাকা)
দীর্ঘমেয়াদী ঋণ (কোটি টাকা)
২৫.৪৫
২৪১.২৯ টাকা
১৯৬৭.৫৬৫
৫১৫.১৪৫
০৫.০৪.২০১৮ তারিখ পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
Share Office
Address
9 Motijheel C/A, Dhaka-1000, Bangladesh.
Phone (+8802) 9556254


***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment