Friday, March 9, 2018

Beximco Pharmaceuticals Ltd. - BEXPHARMA

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

Beximco Pharmaceuticals Limited
বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডঃ শেয়ারটি বিগত বছরে সর্বোচ্চ ১২০  টাকা থেকে সর্বনিম্ন ৯১.৫০ টাকার মধ্যে উঠানামা করছে। ১৯৮৬ সালে বেক্স ফার্মা লিমিটেড ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর  অথোরাইজড ক্যাপিটাল ৯১০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল ৪০৫.৫৬ কোটি টাকা। ০৮/০৩/২০১৮ তারিখের দর ১০৪ টাকা অনুসারে এর বাজার মূলধন ৪২১৮ কোটি টাকা।

গত এক বছরের চার্ট
ডিভিডেন্ডঃ
ডিভিডেন্ড প্রদানে কোম্পানিটি ধারাবাহিকতা দেখিয়েছে। ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির সর্বশেষ ৩ বছরের ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড
স্টক ডিভিডেন্ড
২০১৪
০.০০%
৫%
২০১৬
১৫%
৫%
২০১৭
১২.৫০%
০.০০%

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস- আছেনঃ
Ø  Ahmed Sohail Fasiur Rahman – Chairman
Ø  Ahmed Salman Fazlur Rahman - Vice Chairman
Ø  Nazmul Hassan MP - Managing Director
Ø  Iqbal Ahmed – Director
Ø  Osman Kaiser Chowdhury – Director
Ø  Abu Bakar Siddiqur Rahman – Director
Ø  Abdur Rahman Khan - Independent Director
Ø  Shah Monjurul Hoque - Independent Director

জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
১৩.১৮
২৭.৩০
৪১.৬০
১৭.৯২

অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৮৬.৮২%, যার বাজার মূল্য প্রায় ৩৬৬২ কোটি টাকা (৮/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ১০৪ টাকা অনুসারে)

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ১৬ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৬১.৮২ টাকা।

কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Beximco Pharmaceuticals Ltd.
Operational Headquarters
19 Dhanmondi R/A
Road No. 7
Dhaka 1205
Bangladesh.
 +880-2-58611001-7
  +880-2-58613888, +880-2-58614601
  info@bpl.net


মন্তব্যে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশের অনুরোধ রইলো। 

No comments:

Post a Comment