Sunday, April 8, 2018

Shahjibazar Power Company Limited - SPCL

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডঃ এসপিসিএল  নামে পরিচিত এ ক্যাটগরি ও জুন ক্লোজিং শেয়ারটি ২০১৪ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। জ্বালানি ও শক্তি খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।


ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (০৮/০৪/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
১৫৪.৪০
৮৮.৯০

মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
৫০০
১৬১.০২
১৫৯২.৪৮
৫৫০.৬৮ (৩৪.৫৮%)
১৬.১০২
২৩৪.৬৮
(০৮/০৪/২০১৮ তারিখের দর ৯৮.৯০ টাকা অনুসারে। )

বিগত ৬ মাসের চার্ট

ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১৪
২৫
২০১৫
২৮
২০১৬
৩০
২০১৭
১৬
১৪

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
নাম
অবস্থান
জনাব রেজাকুল হায়দার
চেয়ারম্যান
জনাব ফিরোজ আলম
ব্যবস্থাপনা পরিচালক
জনাব মোঃ সামছুজ্জামান
পরিচালক
জনাব আনিস সালাহউদ্দিন আহমেদ
পরিচালক
জনাব একেএম বদিউল আলম
পরিচালক
জনাব মোহাম্মদ লিয়াকত আলী
স্বতন্ত্র পরিচালক
ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান
স্বতন্ত্র পরিচালক

ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন
পাবলিক
৬৫.৪২
১৫.৫৬
১৯.০২
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৩৪.৫৮%

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য (টাকায়)
স্বল্পমেয়াদী ঋণ (কোটি টাকা)
দীর্ঘমেয়াদী ঋণ (কোটি টাকা)
১৭.৫৪
৩৪.৪৯
৩১৩.০৫
৩৫.০৪
০৮.০৪.২০১৮ তারিখ পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
822/2,Rokeya Sarani
Dhaka-1216
TEL: +88 02 9025401, 9025402
FAX:8802-9032436




***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment