শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডঃ
এসপিসিএল নামে পরিচিত এ
ক্যাটগরি ও জুন ক্লোজিং শেয়ারটি ২০১৪ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। জ্বালানি
ও শক্তি খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।
সর্বোচ্চ দর
|
সর্বোনিম্ন দর
|
১৫৪.৪০
|
৮৮.৯০
|
মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
|
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
|
বাজার মূলধন
|
Free Float শেয়ারের বাজার মূল্য (কোটি টাকা)
|
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
|
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
|
৫০০
|
১৬১.০২
|
১৫৯২.৪৮
|
৫৫০.৬৮
(৩৪.৫৮%)
|
১৬.১০২
|
২৩৪.৬৮
|
(০৮/০৪/২০১৮ তারিখের দর ৯৮.৯০ টাকা অনুসারে। )
বিগত ৬ মাসের চার্ট |
ডিভিডেন্ডঃ
সন
|
ক্যাশ ডিভিডেন্ড (%)
|
স্টক ডিভিডেন্ড (%)
|
২০১৪
|
২৫
|
৫
|
২০১৫
|
২৮
|
৩
|
২০১৬
|
৩০
|
৩
|
২০১৭
|
১৬
|
১৪
|
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
নাম
|
অবস্থান
|
জনাব রেজাকুল হায়দার
|
চেয়ারম্যান
|
জনাব ফিরোজ আলম
|
ব্যবস্থাপনা পরিচালক
|
জনাব মোঃ সামছুজ্জামান
|
পরিচালক
|
জনাব আনিস সালাহউদ্দিন আহমেদ
|
পরিচালক
|
জনাব একেএম বদিউল আলম
|
পরিচালক
|
জনাব মোহাম্মদ লিয়াকত আলী
|
স্বতন্ত্র পরিচালক
|
ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান
|
স্বতন্ত্র পরিচালক
|
ফেব্রুয়ারি
২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
|
গভ
|
ইনস্টিটিউট
|
ফরেন
|
পাবলিক
|
৬৫.৪২
|
০
|
১৫.৫৬
|
০
|
১৯.০২
|
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৩৪.৫৮%।
পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
|
শেয়ার প্রতি সম্পদ মূল্য (টাকায়)
|
স্বল্পমেয়াদী ঋণ (কোটি টাকা)
|
দীর্ঘমেয়াদী ঋণ (কোটি টাকা)
|
১৭.৫৪
|
৩৪.৪৯
|
৩১৩.০৫
|
৩৫.০৪
|
০৮.০৪.২০১৮ তারিখ পর্যন্ত ডিএসই
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।
কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
822/2,Rokeya Sarani
Dhaka-1216
TEL: +88 02
9025401, 9025402
FAX:8802-9032436
Email: info@youthbd.com
No comments:
Post a Comment