Sunday, April 8, 2018

Sinobangla Industries Ltd. - SINOBANGLA

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডঃ সিনোবাংলানামে পরিচিত এ ক্যাটগরি ও জুন ক্লোজিং এই শেয়ারটি ১৯৯৯ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ১৯৯৬ সালে চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি প্লাস্টিক প্যাকেজিং সামগ্রী প্রস্তুত করে থাকে। বিবিধ খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।


বিশেষ সতর্কতাঃ জুন ২০১৭ এর পর কোম্পানি তাদের শেয়ার হোল্ডিং পজিশন আপডেট করে নাই।



ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (০৮/০৪/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
৬৯.৭০
৩০.৯০

মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
১০০
১৯.৯৯৭
৯৫.১৮৬
৬৬.০৫ (৬৯.৩৯%)
১.৯৯৯৭
২২.৪৫
(০৮/০৪/২০১৮ তারিখের দর ৪৭.৬০ টাকা অনুসারে। )

ডিভিডেন্ডঃ (ইয়ার এন্ডঃ ডিসেম্বর)
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১৫
১০
২০১৭
১০
রাইট ইস্যুঃ 1:1 (২০১১)

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
নাম
অবস্থান
জনাব মা জিয়াং
চেয়ারম্যান
জনাব আব্দুর রশিদ
ব্যবস্থাপনা পরিচালক
জনাব সুই কি লাম
পরিচালক
জনাব আবদুল আহাদ
পরিচালক
জনাব এনামুল হক
পরিচালক
জনাব আবুল হাসনাত খান
পরিচালক
জনাব সফর রাজ হোসেন
স্বতন্ত্র পরিচালক
জনাব দিদারুল আনোয়ার
স্বতন্ত্র পরিচালক

বিগত ৬ মাসের চার্ট

জুন ২০১৭ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন
পাবলিক
৩০.৬১
৬.২৫
৯.৫৮
৫৩.৫৬
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৬৯.৩৯%

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য (টাকায়)
স্বল্পমেয়াদী ঋণ (কোটি টাকা)
দীর্ঘমেয়াদী ঋণ (কোটি টাকা)
৩৭.৭৮
২৬.২৩
১৯.৯৬
১৩.১৪
০৮.০৪.২০১৮ তারিখ পর্যন্ত ডিএসই ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
Navana DH Tower,
Suite #901 & 902(9th floor)
6 Panthapath, Dhaka-1215
+880-2-55013465-6
sbil@sinobangla.com




***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন

No comments:

Post a Comment