Wednesday, March 7, 2018

Saif Powertec Limited - SAIFPOWER


সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।
 

সাইফপাওয়ার, অথোরাইজড ক্যাপিটাল ৫০০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল ২৯৭.৭২ কোটি টাকা। এর বাজার মূলধন প্রায় ৮৪৫.৫২ কোটি টাকা। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারটির লেনদেন ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়। সেই থেকে ধারাবাহিকভাবে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। পূর্বে শুধুমাত্র স্টক ডিভিডেন্ড দিলেও গত ২ বছর ৫% হারে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে যা সত্যিকার প্রোফিট অর্জনের একটি নির্দেশক। 


কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
Tarafder Nigar Sultana, Chairman
Tarafder Md. Ruhul Amin, Director & Managing Director
Rubya Chowdhury, Director
Tarafder Ruhul Saif, Director
Jalal Uddin Ahmed Choudhury, Independent Director

শেয়ারটি গত এক বছরে সর্বোচ্চ ৫০.২০ টাকা ও সর্বনিম্ন ২৭ টাকার মধ্যে লেনদেন হয়েছে। অর্থাৎ এটি বছরের সর্বনিম্ন দরের খুব কাছাকাছি অবস্থান করছেবলা যায় শেয়ারটি ডাউনট্রেন্ড-এ আছে এবং কবে এই ডাউনট্রেন্ড শেষ হবে সেটা বলা কঠিন। আজকের দর ২৮.৪০ টাকা (০৭/০৩/২০১৮)। 

গত এক বছরের চার্ট 
জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
৪০.০৬
১২.১০
৪৭.৮৪

অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ প্রায় ৬০%, যার বাজার মূল্য প্রায় ৫০৭ কোটি টাকা। মূলত Free Float শেয়ারের এই হিউজ ভলিউমের কারণে এটি নড়তে পারে না বলে অনেকেই মনে করে থাকেন। যদিও কোম্পানি ভালো করলে এটা কোনো সমস্যাই না। উদাহরণ স্কয়ার ফার্মা। 

সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো মাত্র ১২.০৩ যা সার্ভিস ও রিয়েল স্ট্যাট সেক্টরের মধ্যে সর্বনিম্ন। শেয়ারটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৯.১১ টাকা।

No comments:

Post a Comment