Saturday, March 17, 2018

Generation Next Fashions Ltd. - GENNEXT

জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডঃ জেনারেশননেক্সট নামে পরিচিত এ ক্যাটগরি ও জুন ক্লোজিং এই শেয়ারটি ২০১২ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। টেক্সটাইল খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।





ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (১৫/০৩/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
১২.৫০
৮.৭০



মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
৫০০
৪৪৯.৯৮
৪০০.৪৮
৩৪৫.১৩ (৮৬.১৮%)
৪৪.৯৯৮
৪৭.৭৫
(১৫.০৩.২০১৮ তারিখের দর ৮.৯০ টাকা অনুসারে।)
 
গত ৬ মাসের চার্ট 
ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১২
২০
২০১৩
১৫
২০১৪
১৫
২০১৬
১০
২০১৭
১০
হাতে রঙ্গিন কাগজ ধরিয়ে দেওয়া কোম্পানি। তালিকাভুক্ত হবার পর থেকে এক টাকাও কোম্পানি থেকে বের হয় নাই। অর্থাৎ তারা কখনই ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে নাই।

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ

নাম
অবস্থান
জনাব তৌহিদুল ইসলাম চৌধুরী
চেয়ারম্যান
জনাব রাজিব শেঠী
ব্যবস্থাপনা পরিচালক
জনাব আলাভী আজফার চৌধুরী
পরিচালক
জনাব শাহীন আকতার চৌধুরী
পরিচালক
জনাব আতিয়ার রহমান
স্বতন্ত্র পরিচালক

ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
১৩.৮২
২১.৫৫
০.০০
৬৪.৬৩
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৮৬.১৮%। মালিকের হাতে মাত্র ১৩.৮২% শেয়ার যা একটি ভয়ের বিষয়।

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য
৮.২৪
১২.৭৫ টাকা
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস ও ১৫.০৩.২০১৮ তারিখের দর ৮.৯০ টাকা অনুসারে।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
Building# 348, Road# 05, DOHS Baridhara, Dhaka- 1206, Bangladesh.
Mobile: +880-2-8412625, 8411623, 8419210
Landline: +880-2-8416491
Website: www.gnf-bd.com


***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment