সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য
কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন
শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি
নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা
আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।
ACI Formulations Ltd. |
এসিআই ফরমুলেশনস লিমিটেডঃ শেয়ারটি বিগত ১ বছরে সর্বোচ্চ ২২৭ টাকা থেকে সর্বনিম্ন ১৫৭ টাকার মধ্যে উঠানামা করছে। ২০০৮ সালে কোম্পানিটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত
হয়। এর অথোরাইজড ক্যাপিটাল ৫০ কোটি টাকা
এবং পেইড আপ ক্যাপিটাল
মাত্র ৪৫ কোটি টাকা।
০৮/০৩/২০১৮ তারিখের দর ১৯৪.৪০ টাকা অনুসারে এর বাজার মূলধন ৮৭৫ কোটি টাকা।
গত এক বছরের চার্ট |
ডিভিডেন্ডঃ
ডিভিডেন্ড প্রদানে কোম্পানিটি ধারাবাহিকতা দেখিয়েছে। পূর্বে
স্টক ডিভিডেন্ড দিলেও বর্তমানে এটি শুধুমাত্র ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে যা কোম্পানির
সত্যিকার প্রোফিটকে নির্দেশ করে। ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির সর্বশেষ ২
বছরের ডিভিডেন্ডঃ
সন
|
ক্যাশ ডিভিডেন্ড
|
স্টক ডিভিডেন্ড
|
২০১৬
|
৩৫%
|
|
২০১৭
|
৩৫%
|
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
Ø
Mr. M. Anis Ud Dowla – Chairman
Ø
Ms. Shusmita Anis – Director
Ø
Mrs. Najma Dowla – Director
Ø
Dr. Arif Dowla - Managing
Director
Ø
Dr. F H Ansarey – Director
Ø
Mr. Juned Ahmed Choudhury –
Independent Director
Ø
Mr. Kamran T. Rahman -
Independent Director
জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
|
গভ
|
ইনস্টিটিউট
|
ফরেন
|
পাবলিক
|
৬৬.০২
|
০
|
২৩.০৪
|
০.০০
|
১০.৯৪
|
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৩৩.৯৮%, যার বাজার মূল্য প্রায় ২৯৭ কোটি টাকা (৮/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ১৯৪.৪০
টাকা অনুসারে)।
পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ৪২.৮২। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৫৪.৩৫ টাকা।
কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Share Office
Address: 9 Motijheel C/A,
Dhaka-1000, Bangladesh.
Phone: (+8802) 9556254
মন্তব্যে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশের অনুরোধ রইলো।
No comments:
Post a Comment