সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল
নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে
চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন
পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা
বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে
থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।
Apex Footwear Limited:
এপেক্স
ফুট নামে পরিচিত এই শেয়ারটি বিগত
১ বছরে সর্বোচ্চ ৩৭৪ টাকা থেকে ৩১০ টাকার মধ্যে উঠানামা করেছে। ১৯৯৩ সালে এটি
আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন
মাত্র ১১.২৫ কোটি টাকা। ১২/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ৩২০.৭০ অনুসারে এর বাজার
মূলধন প্রায় ৩৬১ কোটি টাকা।
ডিভিডেন্ডঃ তালিকাভুক্ত হওয়ার পর থেকে ডিভিডেন্ড প্রদানে
কোম্পানিটি ধারাবাহিকতা দেখাতে পারেনি। এটি সর্বশেষ ২০০৭ সালে স্টক ডিভিডেন্ড
প্রদান করে। এর পর দীর্ঘ বিরতি শেষে ২০১৫ ও ২০১৭ সালে ৫০% হারে নগদ লভ্যংশ প্রদান
করেছে। ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির জীবনকালের ডিভিডেন্ড নিচে তুলে ধরা
হলোঃ
সাল
|
ক্যাশ ডিভিডেন্ড
|
স্টক ডিভিডেন্ড
|
২০০৭
|
০.০০%
|
৫০%
|
২০১৫
|
৫০%
|
০.০০%
|
২০১৭
|
৫০%
|
০.০০%
|
গত ৬ মাসের চার্ট |
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
কোম্পানির ওয়েবসাইটের অবস্থা বড়ই কেরাসিন! লোডিং লোডিং
লোডিং...
নাম
|
অবস্থান
|
সৈয়দ মঞ্জুর এলাহী
|
ব্যবস্থাপনা পরিচালক
|
সৈয়দ এলাহী
|
চেয়ারম্যান
|
মুনিজ খসরু
|
পরিচালক
|
গোলাম মাঈনউদ্দিন
|
পরিচালক
|
নিহাদ কবির
|
পরিচালক
|
Source: Bloomberg.com
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নামে কনফিউশন আছে।
ফেব্রুয়ারি
২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
|
গভ
|
ইনস্টিটিউট
|
ফরেন
|
পাবলিক
|
১৯.৪২
|
০
|
৩৭.০৮
|
০.০০
|
৪৩.৫০
|
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ প্রায় ৮০.৫৮% যার বাজার মূল্য প্রায় ২৯১ কোটি টাকা।
পিই রেশিয়ো
ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই
রেশিয়ো ১২.০৭, লো পেইড আপ কোম্পানি হিসেবে এর পিই রেশিয়ো দারুণ। এর শেয়ার প্রতি
সম্পদ মূল্য ২২৭.৫২ টাকা! এক কথায়, ওয়াও!!!
কোম্পানির শেয়ার বিভাগের সাথে
যোগাযোগের ঠিকানাঃ
Ground Floor, 114 Gulshan Ave, Dhaka 1212
মন্তব্যে আপনাদের সুচিন্তিত
মতামত প্রকাশের অনুরোধ রইলো।
No comments:
Post a Comment