Monday, March 19, 2018

Alif Manufacturing Company Ltd. - ALIF


আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডঃ আলিফ নামে পরিচিত ও পূর্বজন্মে সিএমসি কামাল নামে থাকা এ ক্যাটগরি ও জুন ক্লোজিং এই শেয়ারটি ১৯৯৭ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। টেক্সটাইল খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।


ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (১৫/০৩/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
২৮.৯০
১১.৬০
মূলত ১:১ রাইট শেয়ার দেওয়ার কারণে এর দরের এই অবস্থা হয়েছে বলে অনেকে মনে করেন।

মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
৫০০
২১৮.৭৯
২৫৫.৯৮
১৭৫.৬৮ (৬৮.৬৫%)
২১.৮৭৯
৭১.৫৪
(১৯.০৩.২০১৮ তারিখের দর ১১.৭০ টাকা অনুসারে।)

ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১২
১৫
২০
২০১৩
১২.৫
১৫
২০১৪
১২.৫
১৫
২০১৬
১৩
১০
২০১৭
১১%
রাইটঃ ২০১৮
--
১:১
হাতে রঙ্গিন কাগজ ধরিয়ে দেওয়া কোম্পানি। তবে তালিকাভুক্ত হবার পর ২০১৭ সালে সর্বপ্রথম ১১% হারে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এটি একটি ভালো লক্ষণ।
গত ৬ মাসের চার্ট

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
এটি মূলত আলিফ গ্রুপের একটি কোম্পানি। এই গ্রুপের চেয়ারম্যান জনাব মোঃ আজিজুল ইসলাম। এছাড়া এই কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধার করতে সক্ষম হই নাই।

ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
৩১.৩৫
৯.১৩
০.০০
৫৯.৫২
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৬৮.৬৫%


পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য
৬.২৯
১৯.০২
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস ও ১৯.০৩.২০১৮ তারিখের দর ১১.৭০ টাকা অনুসারে।
দ্রষ্টব্যঃ রাইট শেয়ার প্রদানের পর এর পেইড আপ ক্যাপিটাল দ্বিগুণ হয়ে গেছে। ফলে এর প্রকৃত পিই রেশিয়ো হবে ১২.৫৮ ও বর্তমান শেয়ার প্রতি সম্পদমূল্যও কমবে। কিন্তু ডিএসই ওয়েবসাইট সেই তথ্য হালনাগাদ করে নাই।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
Corporate office:
Bilquis Tower (9th Floor), House # 06
Road # 46, Gulshan # 02
Dhaka-1212, Bangladesh

Tel: +88 02 9844490, 9845504, 9845508
Fax: +88 02 8825518


***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment