Saturday, March 31, 2018

Golden Harvest Agro Industries Limited - GHAIL


গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইনডাস্ট্রিজ লিমিটেডঃ ঘায়েল বা জিএইচএআইএল নামে পরিচিত এ ক্যাটগরি ও জুন ক্লোজিং এই শেয়ারটি ২০১৩ সালে আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। খাদ্য ও আনুষঙ্গিক খাতের এই কোম্পানি সম্পর্কে মৌলিক তথ্যাদি তুলে ধরার চেষ্টা করছি।



ইয়ারলি সর্বোচ্চ ও সর্বনিম্ন দরঃ (১৫/০৩/২০১৮)
সর্বোচ্চ দর
সর্বোনিম্ন দর
৫৬.৮০
৩৭

গত ৬ মাসের চার্ট 

মূলধনঃ
অনুমোদিত মূলধন (কোটি টাকা)
পরিশোধিত মূলধন (কোটি টাকা)
বাজার মূলধন
Free Float শেয়ারের বাজার মূল্য  (কোটি টাকা)
সর্বমোট শেয়ারের সংখ্যা (কোটি)
রিজার্ভ ও সারপ্লাস (কোটি টাকা)
২০০
১০৯.০০৯
৪২৫.১৩৫
২৮৪.৭১ (৬৬.৯৭%)
১০.৯০১
৭৮.২৬
(২৯.০৩.২০১৮ তারিখের দর ৩৯.১০ টাকা অনুসারে। )

ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড (%)
স্টক ডিভিডেন্ড (%)
২০১৩
২০১৪
১০
২০১৫
১০
২০১৬
১০
২০১৭
১০

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
নাম
অবস্থান
জনাব এনামুজ্জামান চৌধুরী
চেয়ারম্যান
জনাব রাজীব সামদানী
ব্যবস্থাপনা পরিচালক
জনাব মহিউস সামাদ চৌধুরী
পরিচালক
জনাব ম্যাথিউ গ্রাহাম স্টক
পরিচালক
জনাব নাদিয়া খলিল চৌধুরী
পরিচালক
জনাব আজিজুল হক
পরিচালক
জনাব মকসুদ আহমেদ খান
পরিচালক
জনাব ফয়সাল আহমেদ চৌধুরী
স্বতন্ত্র পরিচালক
জনাব এলেনা আখতার খানা
স্বতন্ত্র পরিচালক

GHAIL

ফেব্রুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন (%)
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন
পাবলিক
৩৩.০৩
৩৭.৬৩
২৯.৩৪
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৬৬.৯৭%

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
মূল্য আয় অনুপাত
শেয়ার প্রতি সম্পদ মূল্য
১৯.৩৬
২২.২০ টাকা
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস ও ২৯.০৩.২০১৮ তারিখের দর ৩৯.১০ টাকা অনুসারে।

কোম্পানির সাথে যোগাযোগের ঠিকানাঃ
Sales Office
Bangladesh Timber House
Level-3
270/B, Tejgaon I/A
Dhaka, Bangladesh
Phone : +8802 8878784-7
Fax : +8802 8878204
Email : sales@goldenharvestbd.com

***সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

No comments:

Post a Comment