Friday, March 9, 2018

Bangladesh Export Import Company Ltd. - BEXIMCO

সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

Bangladesh Export Import Company Ltd. 
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডঃ বেক্সিমকো নামে পরিচিত এই শেয়ারটি বিগত বছরে সর্বোচ্চ ৩৭.১০  টাকা থেকে সর্বনিম্ন ২৪.৬০ টাকার মধ্যে উঠানামা করছে। ১৯৮৯ সালে কোম্পানিটি ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর  অথোরাইজড ক্যাপিটাল ১০০০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল ৮৩৪.৫৯ কোটি টাকা। ০৮/০৩/২০১৮ তারিখের দর ২৪.৮০ টাকা অনুসারে এর বাজার মূলধন ২০৭০ কোটি টাকা।
গত এক বছরের চার্ট
ডিভিডেন্ডঃ
ডিভিডেন্ড প্রদানে কোম্পানিটি ধারাবাহিকতা দেখিয়েছে। বরাবর স্টক ডিভিডেন্ড দিয়ে আসলেও ২০১৭ সালে এটি প্রথম বারের মতো ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে যা অবশ্যই একটি ভালো লক্ষণ। ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির সর্বশেষ ৩ বছরের ডিভিডেন্ডঃ
সন
ক্যাশ ডিভিডেন্ড
স্টক ডিভিডেন্ড
২০১৪
০.০০%
১৫%
২০১৬
০.০০%
১৫%
২০১৭
৫%
৫%

কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস- আছেনঃ
Ø  Mr. Sohail Rahman – চেয়ারম্যান 
Ø  Mr. Salman F Rahman – ভাইস চেয়ারম্যান 
Ø  Mr. Ahmed Shayan Fazlur Rahman – ডিরেক্টর 
Ø  Mr. Shahryar Rahman – ডিরেক্টর
Ø  Mr. Iqbal Ahmed – গ্রুপ ডিরেক্টর
Ø  Mr. O K Chowdhury – গ্রুপ ডিরেক্টর
Ø  Mr. A B S Rahman – গ্রুপ ডিরেক্টর
Ø  Barrister Faheemul Huq – ডিরেক্টর
Ø  Nazmul Hasan MP – গ্রুপ ডিরেক্টর 
Ø  Mr. Syed Naved Husain - গ্রুপ ডিরেক্টর

জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
২০.১৫
১১.৬১
৯.১৪
৫৯.১০

অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ ৭৯.৮৫%, যার বাজার মূল্য প্রায় ১৬৫৩ কোটি টাকা (৮/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ২৪.৮০ টাকা অনুসারে)

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ১৮.২৪ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৭৬.২৫ টাকা।

কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Corporate Share Department
BEXIMCO GROUP
17, Dhanmondi R/A, Road No. 1
Dhaka 1205, Bangladesh
Phone: +880-2-58611891, +880-2-58612040
Fax: +880-2-58613470, +880-2-9615523
E-mail: csd@beximco.net

মন্তব্যে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশের অনুরোধ রইলো। 

No comments:

Post a Comment