Tuesday, March 13, 2018

Keya Cosmetics Ltd. - KEYACOSMET


সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।


Keya Cosmetics Limited: ক্যাটেগরি জুন ক্লোজিং এই কেয়া কসমেটিকস লিমিটেড শেয়ারটি বাজারে তালিকাভুক্ত হয় ২০০১ সালে কোম্পানিটির অথোরাইজড ক্যাপিটাল ১৫০০ কোটি টাকা এবং পেইড আপ ক্যাপিটাল ১০০২ কোটি টাকা বাজারের সব বড় পেইড আপ ক্যাপিটালের ৫টি কোম্পানির একটি এটি কেয়া কস নামে পরিচিত এই শেয়ারটি বিগত বছরে সর্বোচ্চ ১৮.৮০ টাকা থেকে সর্বনিম্ন ৯.৭০ টাকার মধ্যে উঠানামা করেছে আজকের (১৩/০৩/২০১৮ তারিখের) ক্লোজিং প্রাইস ৯.৮০ অনুসারে এর বাজার মূলধন প্রায় ৯৮২ কোটি টাকা



ডিভিডেন্ডঃ
ডিভিডেন্ডঃ এটি একটি জুন ক্লোজিং শেয়ার ডিএসই ওয়েবসাইট অনুসারে তালিকাভুক্ত হওয়ার পর ২০০৫ সালে এটি প্রথম ডিভিডেন্ড প্রদান করে এর পর দীর্ঘ ৫টি বছর এই কোম্পানি কোনো ডিভিডেন্ড প্রদান করেনি ২০১১ সাল থেকে এটি ধারাবাহিক ডিভিডেন্ড প্রদান করে যাচ্ছে তবে এটি তার ইতিহাসে কখনই ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেনি সবসময় স্টক (মতান্তরে সুন্দর ডিজাইনের রঙচঙা কাগজ) ধরিয়ে দেওয়ার ইতিহাস আছে এই কোম্পানির ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির সর্বশেষ ৩ বছরের ডিভিডেন্ড নিচে তুলে ধরা হলোঃ

সাল
ক্যাশ ডিভিডেন্ড
স্টক ডিভিডেন্ড
২০১৫
০.০০%
২০%
২০১৬
০.০০%
১৮%
২০১৭
০.০০%
২০%
গত ছয় মাসের চার্ট
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস- আছেনঃ
নাম
অবস্থান
জনাব আব্দুল খালেক পাঠান  
চেয়ারম্যান
মিসেস খালেদা পারভিন
ব্যবস্থাপনা পরিচালক
জনাব মোঃ ফাইজউদ্দুন
স্বতন্ত্র পরিচালক
জনাব মাছুম পাঠান
পরিচালক
মিস তানসিন কেয়া
পরিচালক


জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
৬০.৩০
৫.৩৩
০.০০
৩৪.৩৭

অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ প্রায় ৩৯.৭০%, যার বাজার মূল্য প্রায় ৩৯০ কোটি টাকা (১৩.০৩.২০১৮) তারিখের দর ৯.৮০ টাকা অনুসারে)।

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ৩.৭১, সম্ভবত এর চেয়ে কম পিই রেশিয়ো আমাদের বাজারে আর কোনো কোম্পানির নাই এর শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৫.৩৭ টাকা

কিছুদিন আগে এর মালিক আব্দুল খালেক ঋণ খেলাপির দায়ে কিছুদিন হাজত বাস করে এসেছে। যদিও তিনি এখন জামিনে মুক্ত আছেন। আমরা আশা করব কোম্পানির নামে সকল ঋণ উনি যথাসময়ে পরিশোধ করে বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ করার উদ্যোগ নিবেন

কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Prio Prangon Tower, House No. 19, Road No.17, (6th Floor), Kamal Ataturk Avenue, Banani, Dhaka-1213

+88-02-9896973 , 9899537


মন্তব্যে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশের অনুরোধ রইলো। 

No comments:

Post a Comment