সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই
সেল নির্দেশনা দেওয়া নয়, আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তু, বাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা
শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের
বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে
থাকুন।
এমজিএল বাংলাদেশ লিমিটেড। শেয়ারটি বিগত ১ বছরে সর্বোচ্চ ১২৫.৭০
টাকা থেকে সর্বনিম্ন ১০৩.১০ টাকার মধ্যে উঠানামা করছে। সর্বোচ্চ দর ১২৫.৭ টাকা হলেও এটা আসলে ১২০ টাকার নিচেই ঘোরাঘুরি করছে বেশি সময় ধরে। বাজারে হাতেগোণা কয়েকটি শেয়ার যেগুলোর দর বৃদ্ধি পাওয়ার মতো সব উপাদান থাকলেও কী এক আশ্চর্য কারণে এর দর বাড়ে না বা সেইভাবে উঠানামা করে না।
MJLBD-Last one year chart |
মূলধনঃ
২০১১ সালে এমজিএল বাংলাদেশ লিমিটেড শেয়ারটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত
হয়। এমজিএল বাংলাদেশ লিমিটেড, পেইড আপ ক্যাপিটাল ৩০১.৬৭ কোটি টাকা।
০৭/০৩/২০১৮ তারিখের দর ১১০ টাকা অনুসারের এর বাজার মূলধন ৩৩১৮ কোটি টাকা।
ডিভিডেন্ডঃ
ডিভিডেন্ড প্রদানে এটি বেশ ধারাবাহিকতা দেখিয়েছে। গত দুই বছর এটি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যদিও ২০১৬ সালে এটি ক্যাশ ও স্টক উভয় ডিভিডেন্ড দিয়েছিল। এটি ২০১৭ সালে ৪৫% ক্যাশ এবং ২০১৬ সালে ১০% স্টক ও ৬০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস-এ আছেনঃ
Ø নাজিমউদ্দিন চৌধুরী
Ø আযম জে চৌধুরী
Ø আব্দুল মুয়িদ চৌধুরী
Ø মোঃ আমিনুর রহমান
Ø মোঃ কামরুল হাসান
Ø তানজিল চৌধুরী
Ø ড. মোহাম্মদ তামিম
Ø কাজী মোহাম্মদ শরিফুল আলা
জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
|
গভ
|
ইনস্টিটিউট
|
ফরেন
|
পাবলিক
|
৭১.৫৩
|
০
|
১৪.৬৬
|
০.৮৭
|
১২.৯৪
|
অর্থাৎ বাজারে Free Float শেয়ারের পরিমাণ মাত্র ২৮.৪৭%, যার বাজার মূল্য প্রায় ৯৪৪ কোটি টাকা (৭/৩/২০১৮ তারিকের ক্লোজিং দর
১১০ টাকা অনুসারে)।
ইপিএস ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ১৮.৩৯। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য অবশ্য খুব একটা ভালো না, ৩৪.৯৩ টাকা।
No comments:
Post a Comment