Sunday, March 11, 2018

AFC Agro Biotech Ltd. - AFCAGRO


সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। অধিকন্তুবাজারের এই চরম অসময়ে কখন কোন শেয়ার কোন পথে যায় কেউ বলতে পারে না। তাই আমরা শুধুমাত্র শেয়ারটির মৌলিক বিষয়াদি নিয়ে কথা বলছি। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

এএফসি এগ্রো বায়োটেকঃ শেয়ারটি বিগত ১ বছরে সর্বোচ্চ ৬৬ টাকা থেকে ৩৬.১০ টাকার মধ্যে উঠানামা করেছে। ২০১৪ সালে এটি আমাদের বাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯১.০৮ কোটি টাকা। ১১/৩/২০১৮ তারিখের ক্লোজিং দর ৩৯.২০ অনুসারে এর বাজার মূলধন প্রায় ৩৫৭ কোটি টাকা। 

 
গত ৬ মাসের চার্ট 
ডিভিডেন্ডঃ তালিকাভুক্ত হওয়ার পর থেকে এটি বরাবর স্টক ডিভিডেন্ড প্রদান করে যাচ্ছে যা অনেকটা হাতে কাগজ ধরিয়ে দেওয়ার সমান। ডিএসই ওয়েবসাইট অনুসারে কোম্পানিটির সর্বশেষ ৩ বছরের ডিভিডেন্ড নিচে তুলে ধরা হলোঃ

সাল
ক্যাশ ডিভিডেন্ড
স্টক ডিভিডেন্ড
২০১৪
০.০০%
১৫%
২০১৪
০.০০%
২০%
২০১৪
০.০০%
২০%
কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস- আছেনঃ
জনাব এবিএম গোলাম মোস্তফা – চেয়ারম্যান
জনাব এসএম সাইফুর রহমান – ব্যবস্থাপনা পরিচালক
জনাব  মোঃ আফজাল – পরিচালক
জনাব মোঃ জিয়াউদ্দিন –পরিচালক
জনাব  জুয়েল খান - পরিচালক

জানুয়ারি ২০১৮ অনুসারে শেয়ার হোল্ডিং পজিশন
স্পনসর/ডিরেক্টর
গভ
ইনস্টিটিউট
ফরেন 
পাবলিক
৩০.২৯
৩৪.১১
০.০০
৩৫.৬০

অর্থাৎ বাজারে শেয়ারের পরিমাণ প্রায় ৬৯.৭১% যার বাজার মূল্য প্রায় ২৪৯ কোটি টাকা।

পিই রেশিয়ো ও শেয়ার প্রতি সম্পদ মূল্যঃ
সর্বশেষ ডিসেম্বরে শেষ হওয়া হাফ ইয়ারলি ইপিএস অনুসারে শেয়ারটির পিই রেশিয়ো ১৩.৬১। এর শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৭.৪৭ টাকা।

কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগের ঠিকানাঃ
Share Office: Tanaka Tower (2nd Floor)
42/1/Gha, Segun Bagicha, Dhaka.
Phone: 9531024, 9531023
Fax: 088-02-7121348

মন্তব্যে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশের অনুরোধ রইলো। 

No comments:

Post a Comment