Saturday, March 3, 2018

আমাদের সম্পর্কে


আধুনিক যুগে তথ্যকে বলা হয় অন্যতম শক্তিশালী সম্পদ। আমরা তাই বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কিত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে চাই। এই আলোচনার উদ্দেশ্য কোনো বাই সেল নির্দেশনা দেওয়া নয়আমরা শুধুমাত্র তথ্য প্রবাহ নিশ্চিত করতে চাই। শেয়ার ক্রয় বিক্রয়ে সবসময় নিজের বিবেচনা কাজে লাগান। ঝাকানাকা আইটেমের খোঁজে থাকা মানুষগুলো এই আলোচনা থেকে দূরে থাকুন।

আমরা আমাদের বাজারের প্রত্যেকটি শেয়ারের মৌলিক বিষয়াদি যেমন অনুমোদিত ও পরিশোধিত মূলধন, সর্বমোট শেয়ারের সংখ্যা, বাজারে বিক্রয়যোগ্য শেয়ারের সংখ্যা, বাজার মূলধন, মূল্য আয় অনুপাত অর্থাৎ পিই রেশিয়ো, শেয়ার প্রতি সম্পদ মূল্য, পরিচালনা পর্ষদ, সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য, ইত্যাদি বিষয়ে একটি চলমান ডেটাবেজ গড়ে তুলতে চাই। 


সতর্কীকরণ বিজ্ঞপ্তিঃ এই ব্লগে শেয়ার ক্রয় বিক্রয়ের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় না। এখান থেকে প্রাপ্ত তথ্য নিজে বিচার বিবেচনা করে আপনি আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নিবেন এটাই আমরা চাই। 

আমাদের ফেসবুক গ্রুপ Stock Investors & Fun Club.  সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। 

2 comments: